Google Alert – ইউনূস
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বৈঠকের সময় নিশ্চিত করলেও, আমন্ত্রিত দলগুলোর নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এর আগে গত রবিবার ড. ইউনূস বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছিলেন। সেই আলোচনায় জাতীয় নির্বাচন ও সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলোর সঙ্গে মতপার্থক্যের কোনো সমাধান হয়নি। দলগুলো নিজ নিজ পূর্ববর্তী অবস্থানেই অটল থাকে।
আলোচনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা তাঁর অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই এবং এর বাইরে অন্য কোন চিন্তা দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।
ডিবিসি/এফএইচআর