বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, ১৩ বাংলাদেশিকে হস্তান্তর

Jamuna Television

ঠাকুরগাঁও করেসপনডেন্ট:

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক ১৩ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন— ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার রাজোর গ্রামের মহেশ চন্দ্র (৬৫), হরিপুর উপজেলার ধীরগঞ্জের ওয়ালিদ (১৮), বালিয়াডঙ্গী উপজেলার বেলতলা গ্রামের রব্বানি আলম (৩৫), একই গ্রামের রাফি (০৯), একই উপজেলার সরকার বস্তি গ্রামের মামুন (৩৩), মামুনের স্ত্রী মোছা ময়না (৩১), মামুনের ছেলে মোশারফ (১২), মামুনের ছেলে রহমত উল্লাহ (০৪), একই উপজেলার বেলতলা গ্রামের মামুনুর রশিদ (৩০), মামুনুর রশিদের স্ত্রী সোহানা (২০), মামুনুর রশিদের শিশু সন্তান সাহেরা বানু (০৬), মামুনুর রশিদের শিশু সন্তান নুরুজ্জামান (০৪) ও মামুনুর রশিদের আরেক শিশু সন্তান নুর নবী (০২)।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আটককৃত বাংলাদেশিরা দির্ঘদিন ধরে ভারতের বিভিন্ন জেলায় শ্রমিকের কাজ করছিলেন। গত ৫ আগস্ট রাতে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বোররা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। মঙ্গলবার রাতে ৫০ বিজিবি’র অধীনস্থ বুজরুক বিওপি এলাকার সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, বুধবার আটক বাংলাদেশিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

/এমএইচআর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *