বিটিএস সদস্যকে চুমু দিয়ে ঝামেলায় জাপানি নারী

Kalbela News | RSS Feed

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য কিম সোক-জিনের গালে সম্মতি ছাড়া চুমু দিয়ে আইনি ঝামেলায় পড়েছেন পঞ্চাশোর্ধ্ব এক জাপানি নারী।

২০২৪ সালের জুনে সিউলে আয়োজিত ‘ফ্রি হাগ’ ইভেন্টে এই ঘটনা ঘটে। ওই নারী আকস্মিকভাবে জিনকে চুমু দিলে বিষয়টি ক্যামেরায় ধরা পড়ে এবং দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় যৌন হয়রানির অভিযোগ এনে তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়ান পুলিশ। অনলাইনে অভিযোগ পাওয়ার পর তারা জাপানি পুলিশের সহায়তায় ওই নারীর পরিচয় শনাক্ত করে। তবে পুলিশের তলবে সাড়া দেননি তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ জুন ১৮ মাসের বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করেন জিন। এরপর ভক্তদের জন্য ‘ফ্রি হাগ’ ইভেন্টের আয়োজন করেন তিনি। সেখানে প্রায় ১ হাজার মানুষ অংশ নেন।

এই ঘটনায় ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে তারকাদের ব্যক্তিগত সীমার লঙ্ঘন বলছেন, আবার কেউ এটিকে মাত্রাতিরিক্ত ভক্তিপ্রকাশ হিসেবে দেখছেন। তথ্যসূত্র: এপি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *