বিডিআর হত্যাকাণ্ডের তথ্য পেতে তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি

Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ২০:২৫ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ২০:২৬

ছবি: সংগৃহীত

ঢাকা: বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে তদন্ত কার্যক্রমে সহায়ক তথ্য দিয়ে সাহায্য করার জন্য সবাইকে উৎসাহিত করতে গণবিজ্ঞপ্তি দিয়েছে কমিশন।

বুধবার (৫ মার্চ) এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারিত বিশেষ বিজ্ঞপ্তির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত নারকীয়, নৃশংস ও মর্মান্তিক ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

সারাবাংলা/এমএইচ/এইচআই

জাতীয় স্বাধীন তদন্ত কমিশন
বিডিআর হত্যাকাণ্ড

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *