বিনামূল্যে ঢাকার যে ১৩ হাসপাতাল আহত আন্দোলনকারীদের চিকিৎসা দিচ্ছে

RisingBD – Home

প্রকাশিত: ১৭:১৭, ২১ আগস্ট ২০২৪  
আপডেট: ১৭:৫৯, ২১ আগস্ট ২০২৪

বিনামূল্যে রাজধানীর ১৩ সরকারি হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (২১ আগস্ট) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার জন্য সারা দেশের সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ঢাকায় অবস্থিত নিম্নোক্ত হাসপাতালগুলোতে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের ভর্তির জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞাপন

হাসপাতালগুলো হলো-
 
১. ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
 
২. সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)
 
৩. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
 
৪. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)
 
৫. মুগদা জেনারেল হাসপাতাল
 
৬. স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল
 
৭. শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল
 
৮. জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)
 
৯. জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল
 
১০. জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল
 
১১. জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল
 
১২. জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল
 
১৩. জাতীয় নিউরো সায়েন্স হাসপাতাল

এমএ/এনএইচ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *