বিনামূল্যে ১১০০ রোগীকে সেবা দিল সেনাবাহিনী

Google Alert – আর্মি

রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত একদিনের একটি বিনামূল্যের বিশেষ চিকিৎসা ক্যাম্পেইনে ১১০০ জনেরও বেশি নারী, পুরুষ ও শিশুকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। পুরো কার্যক্রমটি পরিচালিত হয় ৪৬ ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় এবং অজেয় ৪ ও ৬১ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে।

ক্যাম্পে সেনাবাহিনীর চক্ষু, শিশু, স্ত্রীরোগ ও প্রসূতি, মেডিসিন এবং সার্জারি বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বশরীরে উপস্থিত থেকে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। এ সময় আগত রোগীদের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সরাসরি সহযোগিতা করে কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প ‘অজেয় ৪’। 

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যাতে করে আর্থিকভাবে অস্বচ্ছল বা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষজন উপকৃত হতে পারেন।

এই ক্যাম্পে চিকিৎসা নিতে পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন। শেখ জামাল স্কুল মাঠ তখন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। চিকিৎসাসেবা নেওয়া অনেকে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক এবং আশার প্রদীপ।

স্থানীয় বাসিন্দারাও সেনাবাহিনীর এই মহতী আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এটি শুধু চিকিৎসাসেবা নয়, বরং একটি মানবিক সম্পর্কের সেতুবন্ধন, যা সেনাবাহিনী ও সাধারণ জনগণের মাঝে আস্থা ও সৌহার্দ্য তৈরি করে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিতভাবে এ ধরনের মানবিক, চিকিৎসা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। কামরাঙ্গীরচরের এই বিশেষ চিকিৎসা ক্যাম্প সেই ধারাবাহিকতারই অংশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *