বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার ওপরে খোয়াই নদীর পানি

RisingBD – Home


হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ২১ আগস্ট ২০২৪  
আপডেট: ২৩:০০, ২১ আগস্ট ২০২৪

খোয়াই নদী

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক দিনের বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে এই নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। বুধবার (২১ আগস্ট) সকালে পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যে গত দুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ দুপুরে এই নদীর পানি হবিগঞ্জ জেলা শহরের মাছুলিয়া পয়েন্টে বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার এবং ভারত-বাংলাদেশ সীমান্তের বাল্লা পয়েন্টে ২৩১.৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

তিনি আরও বলেন, বুধবার ত্রিপুরায় বৃষ্টিপাত কিছুটা কমেছে। আশা করা হচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে পানি কমে যাবে। শহররক্ষা বাঁধ ভাঙার কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত কোথাও বন্যা পরিস্থিতি দেখা দেয়নি।

মামুন/মাসুদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *