বিবিসি বাংলা লাইভ: উত্তরায় মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

Google Alert – সেনা

ছবির উৎস, Sardar Ronie

জাতীয় নাগরিক পার্টির
সমাবেশকে ঘিরে গোপালগঞ্জের নিহত তিন জনের মরদেহ আদালতের নির্দেশে ময়না তদন্তের
জন্য কবর থেকে উত্তোলন করা হচ্ছে।

ওই জেলার সিভিল
সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মি. ফারুক বলেন,
“আদালতের চিঠিটা আজ সকালে পেয়েছি। এতে কালকের তারিখ লেখা আছে। সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আমলী আদালতের আদেশের কথা লেখা আছে এতে।”

যে তিন জন নিহত
ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন করা হচ্ছে তারা হলে রমজান কাজী, সোহেল রানা এবং
মো. ইমন তালুকদার।

গোপালগঞ্জের পুলিশ
সুপার মো. মিজানুর রহমান বিবিসি বাংলাকে জানান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ময়না
তদন্তের জন্য আদালতে আবেদন করেছেন।

“ যেহেতু এখানে
মামলা রুজু হয়েছে তাই মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছে।
ওই আবেদনের প্রেক্ষিতে আদালত আদেশ দিয়েছে। গতকালকে এ আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত ”
বলেন মি. রহমান।

আজ সোমবার গোপালগঞ্জের
আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গত
বুধবার সেখানকার সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরও সাতজনকে আটক করা হয়েছে বলে জানান
তিনি।

“কারফিউ ও ১৪৪ ধারা জারি নাই। পরিস্থিতি শান্ত, স্বাভাবিক রয়েছে। মানুষজন অফিস-আদালত, বাজারঘাট, স্কুল – কলেজে যাচ্ছে” বলেন পুলিশ সুপার।

বুধবারের পর মোট ৩১৩ জনকে আটক করা হয়েছে। তবে সহিংসতা, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায়
সংশ্লিষ্টতা না পাওয়ায় বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মি.
রহমান।

“ গত ২৪ ঘণ্টায় আরও
সাতজনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্টতা না থাকায় অনেককেই ছেড়ে দেয়া হয়েছে। ৩১৩ জনকে
গ্রেফতার করা হয়েছিল এখন মোট সংখ্যা ২৩০ বা ২৪০ জন হতে পারে ” বলেন মি. রহমান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *