বিবিসি বাংলা লাইভ: জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াক আউট, পরে আবারও যোগদান

Google Alert – প্রধান উপদেষ্টা

ছবির উৎস, Screen Grab

ছবির ক্যাপশান, সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে নির্বাচনের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে: প্রেস সচিব

সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে নির্বাচনের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে বলে প্রধান
উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ কথা জানান তিনি।

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠকে এসব
সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শফিকুল আলম বলেন, “ইলেকশনের আগে পুলিশের
প্রস্তুতির কথা বলা হয়েছে। অআইজি সাহেব বলেছেন সেপ্টেম্বর থেকে দেড় লক্ষ পুলিশকে
নির্বাচন বিষয়ে ট্রেনিং দেওয়া হবে।”

এছাড়া নির্বাচনকে ঘিরে প্রচুর ডিস ইনফরমেশন বা অপতথ্য প্রচার হচ্ছে উল্লেখ করে
এগুলোকে প্রতিহত করতে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার করার কথা জানিয়েছেন মি. আলম।

“নির্বাচনকে সামনে রেখে প্রচুর ডিস ইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে।
সামনে এটা আরও ইনটেনসিফাই করবে। তো এটাকে সামনে রেখে একটা ন্যাশনাল ইনফরমেশন সেন্টার- যেখানে খুব দ্রুততার সাথে এই ডিস ইনফরমেশনকে আমরা ডিবাঙ্ক করতে পারব সেটা
ক্রিয়েট করার চিন্তা-ভাবনা হচ্ছে” বলেন মি. আলম।

এছাড়া সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর
দেওয়া হয়েছে বৈঠকে।

প্রেস সচিব জানান, নির্বাচনের সময় সারা দেশে যেসব ভোট কেন্দ্রে সমস্যা হতে পারে বা
হটস্পট- এমন সব কেন্দ্র দ্রুত চিহ্নিত করা এবং জেলা পর্যায় থেকে ‘সিচুয়েশন রিপোর্ট’
পাঠাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এছাড়া নির্বাচনকালীন প্রশাসনে কীভাবে রদবদল
হতে পারে সে বিষয়েও সিদ্ধান্ত হয়েছে বলে ব্রিফিং এ জানানো হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *