Google Alert – বাংলাদেশ
ছবির উৎস, Rekha Gupta/Facebook
দিল্লির মুখ্যমন্ত্রী
রেখা গুপ্তার ওপরে আজ সকালে তার বাসভবনেই এক হামলার প্রচেষ্টা হয়েছে।
সেই সময়ে তিনি
নিজের বাড়িতে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার ‘জনশুনানি’ কার্যক্রমে অংশ নিচ্ছিলেন।
দিল্লি বিজেপির
সভাপতি বীরেন্দ্র সচদেভ সাংবাদিকদের বলেছেন, “জনশুনানি চলাকালীন এক ব্যক্তি তার কাছে
এগিয়ে এসে কয়েকটা কাগজ তার সামনে রাখেন। এরপরেই ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর হাত ধরে টানার
চেষ্টা করে। সেই সময়ে একটু ধাক্কাধাক্কি হয়, তবে তারপরেই ওই ব্যক্তিকে ধরে ফেলা হয়েছে।“
মি. সচদেভ বলেছেন যে এখনও পর্যন্ত হামলাকারী ব্যক্তির সম্বন্ধে বিশেষ কিছু জানা
যায় নি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
মুখ্যমন্ত্রী মিসেস গুপ্তার চোট-আঘাত লেগেছে কী না, এই প্রশ্নের জবাবে মি. সচদেভ
বলেন, “কেউ কেউ বলছেন যে পাথর ছোঁড়া হয়েছে বা থাপ্পড় মারা হয়েছে – এসবই গুজব। সম্ভবত
ধাক্কাধাক্কির মধ্যে টেবিলের কোনায় তার মাথা ঠুকে গিয়ে থাকবে। ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর
হাত ধরে টানাটানি করছিল।“
নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গেই হামলাকারীকে কাবু করে ফেলে এবং তাকে এখন জিজ্ঞাসাবদ
করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, কংগ্রেস সহ অনেক দলই এই ঘটনার প্রতিক্রিয়া
জানিয়েছে। তবে একই সঙ্গে বিরোধী দলগুলি দিল্লি পুলিশ কেন নিরাপত্তার দায়িত্ব পালন
করতে পারল না, সেই প্রশ্ন যেমন তুলেছে, তেমনই কংগ্রেস এটাও বলেছে যে মুখ্যমন্ত্রীর
ওপরে হামলার এই ঘটনা প্রমাণ করে যে দিল্লিতে কেউই সুরক্ষিত নেই।