বিভিন্ন কোম্পানির এই ভারতীয় সিইওরা কে কোথায় পড়াশোনা করেছেন?

jagonews24.com | rss Feed

বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা। গুগল থেকে শুরু করে চ্যানেল এমন অনেক বড় ব্ড় প্রতিষ্ঠানেই প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন এমন অনেক ভারতীয়। তারা তাদের শিক্ষাগত পটভূমি এবং বৈচিত্র্যময় বৈশ্বিক অভিজ্ঞতার ওপর ভিত্তি করে উদ্ভাবন এবং অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন নয়জন ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহীর কে কোথায় পড়াশোনা করেছেন সে সম্পর্কে জানবো-

সুন্দর পিচাই
১৯৭২ ১০ জুন তামিলনাড়ুর মাদুরাইয়ে সুন্দর পিচাইয়ের জন্ম। লক্ষ্মী (স্টেনোগ্রাফার) এবং রেগুনাথ পিচাই (বৈদ্যুতিক প্রকৌশলী) দম্পতির পুত্র তিনি। চেন্নাইতে বেড়ে ওঠা। আইআইটি খড়গপুর (বি.টেক মেটালার্জী), স্ট্যানফোর্ড (এমএস) এবং হোয়ার্টনে (এমবিএ) পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে গুগলের সিইও (২০১৫ সাল থেকে) এবং অ্যালফাবেটের (২০১৯ সাল থেকে) সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন সুন্দর পিচাই।

সত্য নাদেলা
সত্য নাদেলার জন্ম ১৯৬৭ সালের ১৯ আগস্ট। হায়দ্রাবাদের প্রভাবতী (সংস্কৃত প্রভাষক) এবং বুক্কাপুরম নাদেলা যুগন্ধরের (আইএএস অফিসার) সন্তান তিনি। হায়দ্রাবাদ পাবলিক স্কুল এবং মণিপাল ইনস্টিটিউটে (বি.ই.) পড়াশোনা করেছেন সত্য নাদেলা। এরপর উইসকনসিন-মিলওয়াকি বিশ্ববিদ্যালয় থেকে এম.এস. এবং শিকাগো বুথ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। মাইক্রোসফটের সিইও এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

শান্তনু নারায়ণ
১৯৬৩ সালের ২৭ মে হায়দরাবাদে এক প্লাস্টিক ব্যবসায়ী এবং সাহিত্যের অধ্যাপক মায়ের ঘরে জন্মগ্রহণ করেন শান্তনু নারায়ণ। তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। এরপর কম্পিউটার সায়েন্সে (বোলিং গ্রিন স্টেট) এম.এস. এবং ইউসি বার্কলে হাস থেকে এমবিএ করেন। ২০০৭ সাল থেকে অ্যাডোবের সিইও এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন শান্তনু নারায়ণ।

অজয় বঙ্গ
১৯৫৯ সালের ১০ নভেম্বর পুনের খাড়কিতে একটি ভারতীয় সেনা পরিবারে জন্মগ্রহণ করেন অজয় বঙ্গ। তার বাবা লেফটেন্যান্ট-জেনারেল হরভজন বঙ্গ। দিল্লি বিশ্ববিদ্যালয় (বি.এ. অর্থনীতি) এবং আইআইএম আহমেদাবাদ (এমবিএ) থেকে পড়াশোনা করেছেন অজয়। তিনি মাস্টারকার্ডের প্রাক্তন সিইও ছিলেন। বর্তমানে বিশ্বব্যাংকের সভাপতি (জুন ২০২৩ সাল থেকে) হিসেবে দায়িত্ব পালন করছেন।

অরবিন্দ কৃষ্ণ
১৯৬২ সালের ২৩ নভেম্বর অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরীতে জন্মগ্রহণ করেন অরবিন্দ কৃষ্ণ। তার বাবা-মা দুজনেই সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। তিনি আইআইটি কানপুর (বি.টেক) এবং ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ে (পিএইচডি) প্রশিক্ষণপ্রাপ্ত। ১৯৯০ সালে আইবিএম-এ যোগদান করেন। বর্তমানে তিনি এই কোম্পানির সিইও (২০২০ সাল থেকে) এবং চেয়ারম্যান (২০২১ সাল থেকে)। তিনি নিউ ইয়র্ক মেট্রো এলাকায় বসবাস করছেন।

জর্জ কুরিয়ান
১৯৬৭ সালে কেরালার কোট্টায়ামে জন্মগ্রহণ করেন জর্জ কুরিয়ান। প্রিন্সটনে বি.এস.ই.ই. এবং স্ট্যানফোর্ডে এম.এস.ই.ই./সি.এস. পড়াশোনা করেছেন। ২০১১ সালে নেটঅ্যাপে যোগ দেন এবং ২০১৫ সালের জুনে প্রতিষ্ঠানের সিইও হন। বর্তমানে সিলিকন ভ্যালির এন্টারপ্রাইজ ডেটা সিস্টেমের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

নিকেশ অরোরা
১৯৬৮ সালের ৯ ফেব্রুয়ারি গাজিয়াবাদে নিকেশ অরোরার জন্ম। ভারতীয় বিমান বাহিনীর একজন কর্মকর্তা তার বাবা। দ্য এয়ার ফোর্স স্কুল (সুব্রত পার্ক), আইআইটি-বিএইচইউ (বি.টেক ইই), বোস্টন কলেজ এবং নর্থইস্টার্ন (এমবিএ) তে পড়াশোনা করেছেন। ২০১৮ সালের জুন থেকে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত পালো আল্টো নেটওয়ার্কসের সিইও এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

লিনা নেইর
লিনা নেইরের জন্ম ১৯৬৯ সালের ১১ জুন মহারাষ্ট্রের কোলহাপুরে। তিনি ওয়ালচাঁদ কলেজ থেকে ইলেকট্রনিক্সে বি.ই. এবং এক্সএলআরআই জামশেদপুর থেকে স্বর্ণপদকপ্রাপ্ত এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। পূর্বে ইউনিলিভারে সিএইচআরও এবং ২০২২ সালের জানুয়ারি থেকে চ্যানেলের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে প্যারিসে বসবাস করছেন।

রাবি কুমার
ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন রাবি কুমার। তিনি শিবাজি বিশ্ববিদ্যালয় থেকে বি.ই. এবং ভুবনেশ্বরের জেভিয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেছেন। ইনফোসিসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন (২০১৬-২০২২)। ২০২৩ সালের জানুয়ারিতে কগনিজ্যান্টের সিইও হন। বর্তমানে তিনি নিউ জার্সিতে বসবাস করছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *