বিমানের ফ্লাইটে ‘বোমা হামলার হুমকি’, শাহজালালে নিরাপত্তা জোরদার

Bangla Tribune

ইতালির রোম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ‘বোমা থাকার হুমকি’ পেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে আড়াইশো যাত্রী এবং ১৩ ক্রু নিয়ে ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকালে নিরাপদেই ঢাকায় ল্যান্ড করেছে। যাত্রীরাও সবাই নিরাপদে নেমে বিমানব্ন্দরের টার্মিনালে এসেছেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তবে অপরিচিত নম্বর থেকে আসা সেই ‘হুমকি’ হালকাভাবে না নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল ৯টা ৩৫ মিনিটে রোম থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *