বিয়ে করতে এসে পলাতক বিজিবি সদস্য গ্রেফতার

Google Alert – আর্মি

বিয়ে করতে এসে পলাতক বিজিবি সদস্য গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৫:১৫ PM

পরিচয় গোপন রেখে গোপালগঞ্জে বিয়ে করতে এসে ধরা পড়লেন মো. সাজ্জাদ ভুঁইয়া (২৪) নামে এক পলাতক বিজিবি সদস্য। যৌথবাহিনীর অভিযানে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাজ্জাদ ভুঁইয়া নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুন্দশী গ্রামের গোলাম রহমান ভুঁইয়ার ছেলে। পরে তাকে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সাজ্জাদ চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। গত ১ জুলাই থেকে তিনি ছুটি ছাড়া অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে।

কাশিয়ানী আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সাজ্জাদ ভুঁইয়া গোপালগঞ্জ সদরের মিয়াপাড়ার মো. আক্তার হোসেনের মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে ভাটিয়াপাড়া মোড়ে আসেন। এ সময় কনের আত্মীয়রা তার পরিচয়পত্র ও কর্মস্থল সম্পর্কে জানতে চাইলে অসঙ্গতিপূর্ণ তথ্য দেওয়ায় সন্দেহ হয়। পরে তারা আর্মি ক্যাম্পে খবর দিলে ঘটনাস্থলে ক্যাম্প কমান্ডার যান।

৫৩ বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে তার পলাতক ও পরোয়ানাভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপর সাজ্জাদকে গ্রেফতার করে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বিজিবি সদস্য সাজ্জাদ ভুঁইয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *