বিয়ে করতে গিয়ে ঘটকসহ ভুয়া সেনা সদস্য আটক

Google Alert – সেনা

জয়পুরহাটে সেনাবাহিনীর ভুয়া সদস্য পরিচয়ে একাধিক বিয়ে করে ধরা পড়েছেন ছদরুল ইসলাম (৪০) নামের এক যুবক। তার সঙ্গে থাকা আব্দুর রহিম (৫৫) নামে এক ঘটককেও আটক করেছে পুলিশ। ছদরুলের বিরুদ্ধে বিয়ে করে যৌতুক নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ক্ষেতলাল উপজেলার হোপপাঠান পাড়া এলাকায় বিয়ে করতে গেলে তাদের আটক করা হয়।

আটক ছদরুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর বিষপুকুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। আর ঘটক আব্দুর রহিম একই গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছদরুল বিভিন্ন জেলায় গিয়ে সেনাবাহিনীর সৈনিক পরিচয়ে একাধিক বিয়ে করেছেন। বিয়ে করে যৌতুকের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। বিয়ের পর মেয়ের পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা যৌতুক নেওয়ার অভিযোগও রয়েছে।

অপরদিকে আব্দুর রহিম নিজে ঘটক হওয়ায় বিভিন্ন জেলায় গিয়ে স্থানীয় ঘটকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। পরে ভুয়া সৈনিক ছদরুল ইসলামকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। এভাবেই চলছিল তাদের প্রতারণা।

এরমধ্যে বৃহস্পতিবার হোপপাঠান পাড়া এলাকায় একটা মেয়েকে বিয়ে করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা আটক করে পুলিশে দেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভুয়া সৈনিক ছদরুল ইসলামের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ ও বগুড়া সদর থানায় দুটি প্রতারণার মামলা রয়েছে।

আল মামুন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *