বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশ-ইন

Bangla News


বিরামপুর সীমান্ত দিয়ে পুশইনকৃত ১৫ বাংলাদেশি

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে একই পরিবারের ১৪ নারী ও শিশুসহ ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।


শুক্রবার (১৩ জুন) ভোরে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্তের ২৯৫/১ মেইন পিলার এলাকা দিয়ে এ পুশ-ইনের ঘটনা ঘটে।

পুশ-ইন করাদের মধ্যে নয় শিশু, তিন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাজ্জাদুল ইসলাম।


পুশ-ইনকৃতরা হলেন— নড়াইলের কালিয়া উপজেলার শীতলপাটি পেরল এলাকার মৃত উমর মোল্লার ছেলে আশক মোল্লা (৬০), তার স্ত্রী হিরিনা বেগম (৫২), ছেলে হাসু মোল্লা (৩৪), হাসুর ছেলে বিল্লাল মোল্লা (১৬), মোহাম্মদ মোল্লা (১২), আহমেদ মোল্লা (৮), মেয়ে রাবেয়া মোল্লা (৪); হাসুর ভাই মনির মোল্লা (৩০), তার স্ত্রী ঝরনা খাতুন (২৮), তাদের তিন মেয়ে—সুমাইয়া খাতুন (১১), সুরাইয়া খাতুন (৬), খাদিজা খাতুন (৪) এবং দুই ছেলে—আলমিন মোল্লা (৮), ইব্রাহিম মোল্লা (২); একই এলাকার মৃত হাফিজুল মোল্লার স্ত্রী তাজমা বেগম (৪০)।


আটক আশক মোল্লা জানান, তারা ২০২৩ সালের ৭ অক্টোবর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্বাই শহরে প্রবেশ করেন এবং সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। তবে অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে চলতি বছরের ৭ জুন ভারতীয় পুলিশ তাদের আটক করে।


কয়েকদিন আটকে রাখার পর ১২ জুন সন্ধ্যায় তাদের হেলিকপ্টারে করে শিলিগুড়িতে নেওয়া হয়। সেখান থেকে রাতেই ভারতের রায়গঞ্জ গুলশি বিএসএফ ক্যাম্পে আনা হয়। এরপর রাত আড়াইটার দিকে সীমান্তের বিদ্যুৎবাতি বন্ধ করে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়।  


এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *