Google Alert – সেনাপ্রধান
আসছে অক্টোবরেই অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন, যা সিলেট-এ অনুষ্ঠিত ২১তম বোর্ড সভার পর ঘোষণা করা হয়েছে। বিসিবির বর্তমান কমিটি এই নির্বাচন আয়োজনে কোনো বাধা দেখছে না।
নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ অক্টোবর। এই সভার পর, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট তারিখ নির্বাচন কমিশন-এর মাধ্যমে জানা যাবে, তবে এটি অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে।
বিসিবির ২১তম বোর্ড সভা সিলেট-এ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ চার সদস্য উপস্থিত ছিলেন। বাকি সদস্যরা অনলাইনে যোগ দিয়েছিলেন। নির্বাচনের বিষয়টি ছিল এই সভার গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি।
সাবেক সভাপতি ফারুক আহমেদের বিদায়ের পর আমিনুল ইসলাম বুলবুল ১৬তম সভাপতি হিসেবে বিসিবির চেয়ারে বসেন। যদিও তিনি প্রথমে স্বল্প সময়ের জন্য বিসিবিকে সার্ভিস দিতে এসেছিলেন, এখন তিনি দীর্ঘমেয়াদে সভাপতি হিসেবে থাকতে চাচ্ছেন।
এই প্রসঙ্গে প্রশ্ন উঠেছে, কারণ বুলবুল সর্বোচ্চ পদে থেকে নির্বাচনের আয়োজন করবেন এবং নিজেও প্রার্থী হবেন। ফাহিম জানিয়েছেন, নির্বাচনে আয়োজক ও প্রার্থী হতে কোন সমস্যা নেই। তিনি আরও উল্লেখ করেছেন যে, এই বিষয়ে একটি গাইডলাইন আছে যেখানে কোন কোন জায়গা থেকে এবং কোন ব্যাকগ্রাউন্ডের লোকজন থাকবে, সেটির উল্লেখ আছে।
এই ঘোষণার মাধ্যমে বিসিবি যেন নির্বাচনের প্রস্তুতির আভাস দিয়ে রাখল।
মো: রাজিব আলী/