Google Alert – পার্বত্য অঞ্চল
বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জের নদ-নদী ও হাওরের পানি। টানা বৃষ্টিতে সুরমা যাদুকাটা কুশিয়ারা বৌলাইসহ বেড়েছে সবকটি নদীর পানি।
শুক্রবার (৩০ মে) সকালে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার ১৯২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১০ মিলিমিটার।
তবে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদীর পানি বাড়লে এখনো বিপৎসীমার নিচে রয়েছে। সুনামগঞ্জে আগামী ২-৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বন্যার শঙ্কা নেই।
এদিকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ডা. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন উপজেলার সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
লিপসন আহমেদ/জেডএইচ/এমএস