বেন গুরিয়নসহ ইসরাইলের তিন স্থানে ড্রোন হামলা, দাবি ইয়েমেনের

Google Alert – সশস্ত্র

ইয়েমেনের সশস্ত্র বাহিনী সম্প্রতি ইসরাইলের তিনটি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে। এই হামলা ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর, বিরশেভা ও আশকেলন এলাকায় পরিচালিত হয়েছে। ইয়েমেনের পক্ষ থেকে এ ধরনের আক্রমণ চলমান ইসরাইল-প্যালেস্টাইন সংঘর্ষের প্রেক্ষাপটে গাজায় গণহত্যা ও খাদ্য অবরোধের প্রতিবাদ হিসেবে আঘাত হানার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

 

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, তারা তিনটি পৃথক সামরিক অভিযান চালিয়েছে, প্রতিটিতে একটি করে ড্রোন ব্যবহার করা হয়েছে। এই অভিযানগুলো ইসরাইলের তিনটি প্রধান স্থানে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইয়াহিয়া সারি বলেন, এই হামলা শত্রু বাহিনীর ওপর ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতি ও সমর্থনের অংশ।

 

ইয়াহিয়া সারি আরও জানান, এই ড্রোন হামলার মাধ্যমে তারা বেন গুরিয়ন বিমানবন্দর, বিরশেভা ও আশকেলন এলাকায় লক্ষ্যবস্তুতে আঘাত হানেছে এবং এগুলো সফল হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে ব্যবসায়িক সহযোগিতা করছে, তাদের জাহাজগুলোকে তারা ভবিষ্যতে লক্ষ্যবস্তু বানাবে। ইয়েমেনের এই ঘোষণা থেকে বোঝা যায়, তারা ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে জাহাজ মালিক ও ক্রুদের জন্য।

 

ইয়েমেনের পক্ষ থেকে এই হামলার বিষয়ে ইসরাইলের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনা ইসরাইল-ফিলিস্তাইন সংকটের সঙ্গে ইয়েমেনের সক্রিয় সংযুক্তি ও উত্তেজনা বৃদ্ধি করেছে। আন্তর্জাতিক মহলে এই হামলা নতুন করে রাজনৈতিক পরিস্থিতি জটিল করার আশঙ্কা করা হচ্ছে। তথ্যসূত্র : মেহের নিউজ 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *