প্রথম আলো
পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ইলমা খাতুন বলেন, তাঁরা ‘স্বচ্ছ শহর সজাগ ইতিহাস’ কর্মসূচির ওপর কাজ করছেন। তাঁদের এই কাজে সহযোগিতা করছে ঝিনাইদহ জেলা পরিষদ। তিন দিন চলবে তাঁদের এই কার্যক্রম। আগামী বুধবার তাঁরা এই কার্যক্রম শেষ করবেন। এই কার্যক্রমের অংশ হিসেবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, স্থান পরিষ্কার করা হচ্ছে। যেখানে ময়লা দেখছেন সেখান থেকে শুধু ময়লা সংগ্রহ নয় স্থানীয় বাসিন্দাদের এই ময়লা যত্রতত্র না ফেলার জন্যও পরামর্শ দেওয়া হচ্ছে।
শিক্ষার্থী পলাশ বলেন, ‘পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা উদ্যোগ নিয়েছি যাতে অন্যরাও এই কাজে অনুপ্রাণিত হয়। পরিচ্ছন্ন শহর গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতেই হবে। এই কর্মসূচির মাধ্যমে শুধু শহর পরিষ্কার নয়; বরং পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে চাই।’