বেলুচিস্তানে চার দিনের অভিযানে ৫০ সন্ত্রাসী নিহত: পাকিস্তান সেনাব

Google Alert – সেনাবাহিনী

আফগানিস্তান থেকে বেলুচিস্তানের ঝোব জেলার সীমান্ত হয়ে জঙ্গিদের পাকিস্তানের প্রবেশের চেষ্টা রুখে দেওয়ার পর ওই এলাকায় চার দিন ধরে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী ৫০ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে বলে পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে।


মঙ্গলবার বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ৭ থেকে ৯ অগাস্ট পর্যন্ত ঝোব জেলার সামবাজা এলাকায় চালানো অভিযানে ৪৭ জন সন্ত্রাসী এবং ১০ থেকে ১১ অগাস্ট একই এলাকার পাক-আফগান সীমান্তে চালানো অভিযানে আরও আরও তিন সন্ত্রাসী নিহত হয়।


নিহত সন্ত্রাসীদের কাছ থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে আইএসপিআরের বিবৃতির বরাতে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।


বিবৃতিতে নিহত জঙ্গিদের ‘খাওয়ারিজ’ বলে উল্লেখ করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহলিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের বর্ণনা করতে এই পদটি ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী।


চার দিনের অভিযানে নিহত টিটিপি সন্ত্রাসীর সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে, নিশ্চিত করেছে আইএসপিআর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *