বেলুচ আর্মিকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

Google Alert – সেনাপ্রধান

বেলুচ আর্মিকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৮:২৮ পিএম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ও এর সামরিক শাখা মাজিদ ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই স্বাধীন বেলুচিস্তান প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে বিএলএ, যা পাকিস্তান সেনাবাহিনীর জন্য বিরাট সমস্যার সৃষ্টি করেছে। সম্প্রতি পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের যুক্তরাষ্ট্র সফরের সময়ই মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, “পররাষ্ট্র মন্ত্রণালয় বেলুচিস্তান লিবারেশন আর্মিকে (বিএলএ) ‘ফরেইন টেরোরিস্ট অরগানাইজেশন’ (এফটিও) হিসেবে এবং এর সামরিক শাখা মাজিদ ব্রিগেডকে ‘স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরোরিস্ট অরগানাইজেশন’ (এসডিজিটি) হিসেবে তালিকাভুক্ত করেছে।”

২০১৯ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই বিএলএকে এসডিজিটি তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। ২০২৪ সালে করাচি বিমানবন্দরের কাছে ও বেলুচিস্তানের গাওদার বন্দর কর্তৃপক্ষের কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলা চালানোর দায় বিএলএ-এর ওপর ছিল।

আরও পরে, ২০২৫ সালের মার্চে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারগামী ট্রেন জাফর এক্সপ্রেস দখল করে ৩১ জন বেসামরিক নাগরিককে হত্যা এবং ৩০০ যাত্রীকে জিম্মি করার ঘটনায় বিএলএ ও মাজিদ ব্রিগেডের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্ত্রাসী ঘোষণা করলে সেই ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং সম্পত্তি ক্রয় নিষিদ্ধ হয়। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালানোর ক্ষমতাও রাখে। বেলুচিস্তান জাতীয়তাবাদী গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীরা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

সূত্র: ইউএস স্টেট ডিপার্টমেন্ট, আল-জাজিরা

স্বদেশ প্রতিদিন/ আরএফ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *