বোমা হামলায় রুশ জেনারেলকে হত্যার দাবি ইউক্রেনের

Bangla Tribune

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা একজন শীর্ষ জেনারেল মস্কোতে একটি ইলেকট্রিক স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বিস্ফোরণে রুশ লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হয়েছেন। তবে ইউক্রেনের একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে যে লেফটেন্যান্ট জেনারেল হত্যার ঘটনাটি ছিল ইউক্রেনের এসবিইউ নিরাপত্তা সংস্থার এক ‘বিশেষ অভিযান’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

৫৪ বছর বয়সী ইগর কিরিলোভ রুশ সশস্ত্র বাহিনীর রাসায়নিক, জৈবিক ও বিকিরণ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ছিলেন। ২০১৭ সাল থেকে এ দায়িত্ব পালন করছিলেন তিনি। বিস্ফোরণে তার এক সহকারীও নিহত হয়েছেন। ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য অভিযুক্ত ছিলেন কিরিলোভ। এজন্য  গত অক্টোবরে তার ওপর নিষেধাজ্ঞাও দিয়েছিল যুক্তরাজ্য।

রুশ তদন্ত কমিটি বলেছে, এই দুই ব্যক্তি ভোরে দক্ষিণ-পূর্ব মস্কোর একটি ভবন থেকে বের হওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। মস্কোর রিয়াজানস্কি অ্যাভিনিউতে ১৭ ডিসেম্বর সকালে একটি আবাসিক ভবনের প্রবেশদ্বারের কাছে দাঁড় করিয়ে রাখা স্কুটারে লাগানো বিস্ফোরক যন্ত্রটি বিস্ফোরিত হয়। 

রাশিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে এই ভবনের বেশ কয়েকটি জানালা ও সদর দরজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বোমাটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরিত হয়েছিল এবং এতে প্রায় ৩০০ গ্রাম বিস্ফোরক ছিল বলে দাবি করেছে সংবাদমাধ্যমগুলো।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সূত্র বিবিসিকে জানিয়েছে যে কিরিলোভ ছিলেন তাদের ‘বৈধ লক্ষ্য’।

ইউক্রেনে যুদ্ধ চলাকালে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনীয় প্রসিকিউটরদের দ্বারা অভিযুক্ত হওয়ার একদিন পর কিরিলোভের মৃত্যুর ঘটনাটি ঘটলো।

রুশ তদন্ত কমিটি এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং তদন্তকারী দলের ফরেনসিক বিশেষজ্ঞ ও অন্যান্য টিম ঘটনাস্থলে কাজ করছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *