Google Alert – সেনাপ্রধান
মিয়ানমারে নির্বাচন: ব্যাঘাত ঘটালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:৪৫ পিএম
মিয়ানমারে সেনাপ্রধান মিন অং হ্লাইং ঘোষণা করেছেন, যেকোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। সংঘাতপূর্ণ রাজ্যগুলোতে ভোট আয়োজনের জন্য সামরিক অভিযান চালানো হবে বলেও সতর্কবার্তা দিয়েছেন তিনি।
কায়িন রাজ্যের মিয়াওয়াডি জেলায় সেনা বাহিনী রকেট হামলা চালিয়ে বহু ঘরবাড়ি ধ্বংস করেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। আতঙ্কে গ্রামবাসীরা এলাকায় থেকে পালিয়েছেন। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে নিন্দা জানিয়েছে, অভিযোগ রয়েছে শিশুদের উপর নির্যাতন ও বন্দিশিবিরে যৌন সহিংসতা চালানোর।
সেনাপ্রধান জানিয়েছেন, নির্বাচনকালীন সহিংসতা ও হত্যাকাণ্ডের জন্য দ্রুত বিচার প্রক্রিয়া চালু হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন নির্বাচনকে আন্তর্জাতিক মহল মিশ্র প্রতিক্রিয়ায় দেখছে। চীন ও রাশিয়া জান্তা সরকারকে সমর্থন জানালেও যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ এটিকে ছদ্ম নির্বাচন বলে আখ্যায়িত করেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ