ব্যাট দিয়ে স্টাম্প ভাঙলেন রিজওয়ান, শরফুদ্দৌলা কেন আউট দিলেন না

প্রথম আলো

রিজওয়ানের ক্ষেত্রে যেটি ঘটেছে, সেটি হচ্ছে তিনি বলটি কাভার অঞ্চলে পাঠিয়েছিলেন এবং কোনো রান নেওয়ার চেষ্টা না করে হাঁটতে হাঁটতে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেছেন। অর্থাৎ স্টাম্প ভাঙার ঘটনাটি ঘটেছে তাঁর শট খেলার ক্রিয়া সম্পন্ন হওয়ার পর। এর সঙ্গে কোনো অতিরিক্ত ব্যাটিং বা দৌড়ানোর প্রচেষ্টা জড়িত ছিল না। তাই এটি আইনের ৩৫.১ ধারায় উল্লেখিত বৈধ হিট উইকেট আউট হওয়ার অবস্থার মধ্যে পড়ে না।

দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার কাইল ভেরেইনা এবং তাঁর কিছু সতীর্থের বিষয়টি নিয়ে হয়তো পরিষ্কার ধারণা ছিল না। যে কারণে আউটের আবেদনের সঙ্গে আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে কথা বলতে দেখা গেছে তাঁদের। তবে পুরো বিষয়টি যে নিয়মের মধ্যেই হয়েছে, সেটি পরে হলেও আশ্বস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা দল। যে কারণে দিনের খেলা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার সেনারান মুতুসামিকে যখন এ বিষয়ে জিজ্ঞেস করা হয়, তিনি ঘটনার সময় দূরে ফিল্ডিং করায় কী ঘটেছে জানেন না বলে উত্তর দেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *