ব্রাজিল ফুটবল সভাপতির বাসা ও অফিসে পুলিশের অভিযান

Samakal | Rss Feed


ব্রাজিল ফুটবল সভাপতির বাসা ও অফিসে পুলিশের অভিযান

খেলা

স্পোর্টস ডেস্ক

2025-08-01

ভোটে অনিয়ম তদন্তে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির সাউদের বাড়ি ও অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। দেশটির উত্তরাঞ্চলীয় শহর রোরাইমার ২০২৪ সালের পৌরসভা নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগে এ অভিযান চালানো হয়।

ব্রাজিলের পুলিশ এই অভিযানকে ‘অপারেশন ব্ল্যাক বক্স’ নাম দিয়েছে। এতে সামির সাউদ ছাড়াও তদন্তের আওতায় রয়েছেন ফেডারেল ডেপুটি হেলেনা লিমা, তার স্বামী রেইনালদো লিমা ও ডিএনআইটির (জাতীয় অবকাঠামো বিভাগ) রোরাইমা শাখার প্রধান ইগো ব্রাসিল। সব মিলিয়ে ১০ জনের বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা জারি হয়েছে। অভিযানে মোট ১ কোটি ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা) জব্দের নির্দেশ দিয়েছে নির্বাচনী আদালত।

সিবিএফ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ৫২ মিনিট পর্যন্ত পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিল। রোরাইমা নির্বাচনী আদালতের নির্দেশে তারা তল্লাশি চালায়। তবে সিবিএফ দাবি করেছে, এই অভিযানের সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই এবং সামির সাউদ তদন্তের কেন্দ্রে নন।

উল্লেখ্য, গত বছর রোরাইমার নির্বাচনের আগে হেলেনা লিমার স্বামী রেইনালদো লিমাকে ৫ লাখ ব্রাজিলিয়ান রিয়ালসহ আটক করা হয়। তদন্তকারীদের দাবি, সামির সাউদ ছিলেন হেলেনার ঘনিষ্ঠ সহযোগী।

© Samakal

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *