ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

Bangla Tribune

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল-আমিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের ও বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বিল্লাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনাটি তারা নিহতের স্বজনদের মাধ্যমে জেনেছেন বলেও জানান তারা।

নিহত আল-আমিন উপজেলার পুটিয়া গ্রামের নোয়াবাড়ীর সুলতান মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পুটিয়া সীমান্তের ওপারে কয়েক জন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত হন আল-আমিন। পরে তাকে উদ্ধার করে ত্রিপুরার একটি হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের লাশ বিজিবির মাধ্যমে বিএসএফ সদস্যরা পরিবারের কাছে হস্থান্তর করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় একাধিক জনপ্রতিনিধি।

এ ব্যাপারে বিজিবির দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *