ভয়ঙ্কর মৃ*ত্যু…! বিয়ের আগেই গর্ভবতী! ‘ইনি’ই ছিলেন ভারতের সবচেয়ে ‘দামি’ নায়িকা, জীবনটাই শেষ অকালে…! চিনতে পারলেন? indias highest paid actress she quits films at 33 earn more then 3 khan and rajinikanth

Google Alert – কুকি চিন

বলিউডের তিন খানই ১৯৯২-৯৭ সালের মধ্যে বলিউডে প্রবেশ করেছিলেন। শাহরুখ, সলমন এবং আমির খান, সানি দেওল এবং সঞ্জয় দত্তের মতো তারকারা এসে ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে আধিপত্য বিস্তার করতে শুরু করেন। তবুও,তারা সেই সময় ৫০-৭৫ লক্ষ টাকার মধ্যে চার্জ করছিল। নব্বইয়ের দশকের শেষের দিকে, যখন শ্রীদেবী চলচ্চিত্র থেকে অবসর নিয়েছিলেন। শ্রীদেবী যখন সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন, তখনই তিন খানের আয় ১ কোটি টাকার গণ্ডি অতিক্রম করে। অর্থাৎ শ্রীদেবী তাদেরর থেকে অনেকটাই এগিয়ে ছিলেন। শ্রীদেবী যখন বিরতি নিয়েছিলেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৩ বছর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *