ভাবির স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার দেবর

Samakal | Rss Feed


ভাবির স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার দেবর

সারাদেশ

চট্টগ্রাম ব্যুরো

2025-09-26

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় ভাবির বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ১০ ভরি ৪ আনা স্বর্ণালংকার ও গলিত স্বর্ণের পাত এবং ৬ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তার আসামির নাম মিজানুর রহমান (৩২)। তিনি প্রবাসীর স্ত্রী সাইফা হায়াতের দেবর। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর বিকেলে বাদী সাইফা হায়াত জরুরি কাজে ঢাকায় যান। তিন দিন পর বাসায় ফিরে তিনি আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান এবং সেখান থেকে প্রায় সাড়ে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও ১ হাজার ৬০০ দিরহাম (প্রায় ৪৯ হাজার টাকা) চুরি হয়েছে বলে জানান। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দেবর মিজানুর রহমান ডুপ্লিকেট চাবি ব্যবহার করে বাসায় প্রবেশ ও বের হচ্ছেন।

অভিযোগ পাওয়ার পর পাঁচলাইশ মডেল থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২২ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে রহমান নগর বি-ব্লক এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে দুইদিনের জন্য জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগদ টাকা ও চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, আসামি চোরাই স্বর্ণ বিভিন্ন জুয়েলার্স দোকানে বিক্রি করে। চান্দগাঁওয়ের চট্টল সুন্দরী জুয়েলার্স থেকে ৪ ভরি গলিত স্বর্ণের পাত, কোতোয়ালীর ইকোনমিক জুয়েলারি থেকে আরও ৪ ভরি গলিত স্বর্ণের পাত উদ্ধার করা হয়। এছাড়া আসামির শ্বশুরবাড়ি থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং অন্যত্র অভিযান চালিয়ে নগদ আরও ১ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, এ ঘটনায় আদালতের আদেশে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

© Samakal

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *