‘ভারতকে প্রতিবেশী ভাবুন, প্রভু নয়’

jagonews24.com | rss Feed

দেশে-বিদেশে বাংলাদেশের ওপর ভারতের হস্তক্ষেপ বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়া ও বিশ্ব মিডিয়ায় ভারতের মিডিয়ার মিথ্যা তথ্য ছড়ানোর বিপরীতে বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বাড্ডায় ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনবিরোধী এক মানববন্ধনে তারা এসব কথা বলেন।

শিক্ষার্থীরা বলেন, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় ঢাকায় বেসরকারি দুই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী খুন হয়েছেন। তাদের মিডিয়ায় নিয়মিত মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমাদের দেশের মানচিত্র নিয়ে কথা বলছে। তাদের এই মনোভাবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতকে প্রতিবেশী হিসেবে গণ্য করা যায়, প্রভু হিসেবে নয়।

মানববন্ধনে বিশ্ব মিডিয়ার কাছে তারা দাবি জানান, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বিষয়ে ভারতের নির্লজ্জ অপপ্রচারের বিষয়ে পদক্ষেপ নিন, ভিত্তিহীন-প্রোপাগান্ডামূলক তথ্যের বাস্তবতা তুলে ধরুন এবং খোদ ভারতের বুকে সংঘটিত মুসলিম নিধনের চিত্র বিশ্ববাসীর কাছে স্পষ্ট করুন।

অন্তর্বর্তী সরকারের কাছে যেসব দাবি জানান শিক্ষার্থীরা

১. ভারতীয়দের নোংরা প্রোপাগান্ডা, বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা, বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভারতীয় একাংশ থেকে দখলদালির হুমকির বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নিন।

২. প্রতিবেশীসুলভ লেনদেনের পরিবর্তে ভারতের সঙ্গে হাসিনা রেজিম দ্বারা গত ১৬ বছরে হওয়া দিল্লির প্রতি নতজানু, অসম এবং শোষণমূলক প্রত্যেকটি রাষ্ট্রীয় ফরেন পলিসি ও সমঝোতা চুক্তি বাতিল করুন।

৩. বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকে কেবল ভারতের একপাক্ষিক অপকীর্তন ও প্রশংসার বিপরীতে সাম্প্রতিক সব নৃশংস সীমান্ত হত্যাকাও, অনৈতিক নদীশাসন, রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অনুচিত হস্তক্ষেপ ও সমস্ত বৈষম্যমূলক আচরণের চিত্রও তুলে ধরুন।

৪. আমাদের অন্তর্বর্তী সরকার ও সামরিক বাহিনীর অভ্যন্তরে থাকা দিল্লির প্রত্যেক দালালকে তাদের স্ব-স্ব পদ থেকে বহিষ্কার করুন, এবং জুলাই অভ্যুত্থানের সময় ভারতপন্থি জালিম সরকারকে বাঁচাতে গণমানুষের ওপর গুলি চালানো প্রত্যেক সন্ত্রাসী দালালকে চিহ্নিত করে শান্তি নিশ্চিত করুন।

৫. ভারতীয় ন্যারেটিও বা আওয়ামী প্রোপাগান্ডা থেকে মুক্ত ১৯৭১ এর বিশুদ্ধ ও নিরপেক্ষ ইতিহাস তুলে ধরতে একটি স্বতন্ত্র কমিশন গঠন করুন। আমাদের একাত্তরের মহান বিজয় ও চেতনাকে ভারত কর্তৃক চুরি হওয়া থেকে রক্ষা করুন।

মানববন্ধনে ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবাহ আনজীম ফারাবী, বোরহান উদ্দিন, শাবাব হোসেন মেহের ও সাধারণ ছাত্ররা অংশ নেন।

এএএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *