ভারতীয় নিরাপত্তা বাহিনীর গাড়িতে ভয়াবহ মাওবাদী হামলা, নিহত ৯

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৯ সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়াও আহত হয়েছে বেশ কয়েকজন।

সোমবার (৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, এদিন দুপুর ২টার দিকে বিজাপুরের বেদ্রে-কুটরু রোডে এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৯ জন সদস্য নিহত হয়েছেন। গুরুতর জখম বেশ কয়েকজন। ওই গাড়িটিতে ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’ বাহিনীর সদস্যরা ছিলেন বলে পুলিশ সূত্রে জানা যায়।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, বেদ্রে-কুতরু রোডের পাহাড় ও জঙ্গলঘেরা অংশে মাওবাদীদের পাতা ল্যান্ডমাইনের ‘ফাঁদে’ পড়ে ওই গাড়িটি।

GOVT

গত সপ্তাহে বিজাপুর জেলারই ফরসেগঢ়ে ‘পুলিশের চর’ ঘোষণা করে স্থানীয় বিজেপি নেতা কুদিয়াম মাঢ়োকে (৩৫) খুন করেছিল মাওবাদীরা। ঘটনাচক্রে শনিবার থেকেই বিজাপুর লাগোয়া নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমানায় দক্ষিণ অবুঝমাঢ়ের জঙ্গলে মাওবাদী দমন অভিযান শুরু করে যৌথবাহিনী। পরপর দুই বার বন্দুক যুদ্ধে ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’ বাহিনীর এক সদস্য এবং পাঁচ মাওবাদী গত দুই দিনের লড়াইয়ে নিহত হয়েছেন। তার পরেই সোমবার ল্যান্ডমাইন হামলা চালাল মাওবাদীরা।

Shoroter Joba

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *