Google Alert – সেনা

জিও নিউজ, এক্সপ্রেস ট্রিবিউন : গত সপ্তাহে জম্মু-কাশ্মির রাজ্যে ‘অপারেশন মহাদেব’ নামের যে সামরিক অভিযান পরিচালনা করেছে ভারতের সেনা-আধাসামরিক-পুলিশ সমন্বিত বাহিনী, সেটিকে ‘সম্পূর্ণ বানোয়াট’ এবং ‘মিথ্যা ও কাল্পনিক তথ্যে পরিপূর্ণ’ বলে তকমা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান এ তথ্য জানিয়েছেন। গত শুক্রবার রাজধানী ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং ছিল। ব্রিফিংয়ে সাংবাদিকরা জম্মু-কাশ্মিরে সাম্প্রতিক ‘অপারেশন মহাদেব’ প্রসঙ্গে পাকিস্তানের প্রতিক্রিয়া জানতে চান।

জবাবে শাফকাত আলী খান বলেন, ুজম্মু-কাশ্মিরে তথাকথিত অপারেশন মহাদেব নিয়ে ভারত যা বলছে, তা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং মিথ্যা ও কাল্পনিক তথ্যে পরিপূর্ণ। গোটা বিশ্ব জানে যে পেহেলগামে হামলার পর সেই ঘটনায় কোনো নির্ভরযোগ্য এবং যথাযথ তদন্ত ছাড়াই পাকিস্তান আক্রমণ করেছিল ভারত।” আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের কাছে পাকিস্তানের ভূখণ্ড রক্ষা করার ব্যাপারটি সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে এবং অপারেশন মহাদেব নিয়ে ভারত যা যা তথ্য জানাচ্ছে- সেসব আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।”

গত ২৮ জুলাই জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে খানিকটা দূরে মহাদেব পাহাড় সংলগ্ন দাচিগাম জঙ্গলে সেনা অভিযান ‘অপরেশন মহাদেব’ পরিচালনা করে ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মির শাখার চিনার কমান্ড, আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু-কাশ্মির পুলিশ। অভিযানে সুলেমান, আবু হামজা এবং ইয়াসির নামে তিন ব্যক্তি নিহত হন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *