ভারতের মিজোরামে আরও ২৮ জন বম শরণার্থীর আশ্রয় গ্রহণ

Hill Voice on Facebook

ভারতের মিজোরামে আরও ২৮ জন বম শরণার্থীর আশ্রয় গ্রহণ

হিল ভয়েস, ১২ জানুয়ারি ২০২৫, বিশেষ সংবাদদাতা: বাংলাদেশের বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলা থেকে আরও ২৮ জন বম শরণার্থী ভারতের মিজোরাম রাজ্যের লংত্লাই জেলার রুইতেজল গ্রামে প্রবেশ করে এবং বর্তমানে তুইথুমনার গ্রামে ভারতীয় আধা-সামরিক বাহিনীর ক্যাম্পের ভিতরে রয়েছে বলে পুলিশ প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশের প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, গত ৭ জানুয়ারি ২০২৫ বুধবার আশ্রয় নেওয়া বম শরণার্থীদের মধ্যে ৮ জন পুরুষ, ৪ জন মহিলা, ১৬ জন শিশু (যাদের মধ্যে ৯ জন মেয়ে শিশু) রয়েছে। তারা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে অন্তর্গত বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার ক্যকপ্লাং এবং পাইংক্ষ্যংগ্রামের বাসিন্দা।

ভারতীয় আধাসামরিক বাহিনীর কাছ থেকে সংবাদটি পাওয়ার পর লংত্লাই জেলা প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপারটি অবগত হওয়ার পর জেলা প্রশাসন ও ভারতীয় আধাসামরিক বাহিনীকে মানবিক আশ্রয় প্রদানের নির্দেশ দেয়। গত ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার রাতে বাংলাদেশী এই শরণার্থীদের ভারতীয় আধা-সামরিক বাহিনী তুইথুমনার গ্রাম প্রধানের হাতে তুলে দেয়।

ভারতীয় আধা-সামরিক বাহিনী লংত্লাই জেলার ডেপুটি কমিশনারের মাধ্যমে রাজ্য সরকারকে আদেশ দিয়েছে যে, বাংলাদেশের এই ২৮ জন উদ্বাস্তুদের যেন জোরপূর্বক ফিরিয়ে না দেয়া হয় এবং তাদেরকে যেন রুইতেজল গ্রামে আশ্রয় দেয়া হয়। কেন্দ্রীয় বাহিনী গত ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে ৩৫ জন শরণার্থীকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে ফেরত পাঠিয়েছিল।

উল্লেখ্য যে, মায়ানমার ও বাংলাদেশের মধ্যে অবস্থিত এই লংত্লাই জেলায় ইতিমধ্যে ২,০১৪ জন উদ্বাস্তু আশ্রয় নিয়েছে। হিল ভয়েসের ২৩ মে ২০২৪ তারিখের রিপোর্ট অনুসারে, মিজোরামে সরকারিভাবে তালিকাভুক্ত বম শরণার্থীর সংখ্যা ১,৪৩৩ জন। তার সাথে আরো ২৮ জন যোগ হলে সরকারিভাবে বম শরণার্থীর সংখ্যা হবে ১,৪৬১ জন। কিন্তু বেসরকারি হিসেব মতে এই সংখ্যা ২ হাজারের অধিক।
https://hillvoice.net/en/bn/2025/01/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a8%e0%a7%ae-%e0%a6%9c%e0%a6%a8/
#refugee #Mizoram #militarization #humanrights


হিল ভয়েস, ১২ জানুয়ারি ২০২৫, বিশেষ সংবাদদাতা: বাংলাদেশের বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলা থেকে আরও ২৮…

(Feed generated with FetchRSS)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *