‘ভারতের সমর্থনপুষ্ট’ আরও ১৪ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর

Google Alert – সেনাবাহিনী

পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত দিয়ে বেলুচিস্তানের ঝোব জেলায় অনুপ্রবেশের চেষ্টারত ‘ভারতের সমর্থনপুষ্ট’ আরও ১৪ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।


শনিবার বাহিনীটির ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এর প্রেস রিলিজের বরাতে পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, এদের নিয়ে গত কয়েকদিন ‘ভারতের ছায়া বাহিনী ফিতনা আল খওয়ারিজ’ এর নিহত সন্ত্রাসীর সংখ্যা ৪৭ জনে দাঁড়িয়েছে।


প্রেস রিলিজের সামরিক বাহিনীটি গণমাধ্যম শাখাটি বলেছে, “৮/৯ অগাস্টের রাতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বরাবর সামবাজা এলাকার আশেপাশে একটি নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আরও ১৪ জন ভারতীয় সমর্থনপুষ্ট খাওয়ারিজকে খুঁজে বের করে নিষ্ক্রিয় করেছে। তাদের কাছে থাকা অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।


“এর আগে ৭ ও ৮ অগাস্ট ঝোব জেলার সামবাজা এলাকায় অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী ৩৩ খওয়ারিজকে জাহান্নামে পাঠিয়েছে।”


পাকিস্তান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)’-কে বোঝাতে ‘ফিতনা আল খওয়ারিজ’ নামটি ব্যবহার করে।


বিবৃতিতে আইএসপিআর বলেছে, “নিরাপত্তা বাহিনী দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে এবং পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতিকে বিনষ্টকারী নাশকতার প্রচেষ্টা ব্যর্থ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”


ডন জানিয়েছে, মে মাসে পাকিস্তান সরকার বেলুচিস্তান প্রদেশ ভিত্তিক সবগুলো সন্ত্রাসী সংগঠনকে নতুন নাম ‘ফিতনা আল-হিন্দুস্তান’ আখ্যা দিতে শুরু করে। এর লক্ষ্য পাকিস্তানে হওয়া সন্ত্রাসবাদে ভারতের কথিত ভূমিকাকে ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল করার কৌশল হিসেবে উপস্থাপন করার পাশাপাশি অভ্যন্তরীণ সমর্থন জোগাড় করা।


২০২২ সালের নভেম্বরে টিটিপি পাকিস্তান সরকারের সঙ্গে থাকা অস্ত্ররিবতি অবসানের ঘোষণা দেওয়ার পর থেকে দেশটির খাইবার পাখতুনখওয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী তৎপরতা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *