ভারতে আকস্মিক বন্যায় ভেসে গেল গ্রাম, নিহত অন্তত ৪

Google Alert – পার্বত্য অঞ্চল


ভারতে আকস্মিক বন্যায় ভেসে গেল গ্রাম, নিহত অন্তত ৪

ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার হরসিলের কাছে ধরালি নামে একটি গ্রাম ভেসে গেছে। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪ জন। এ ছাড়া অনেকেই নিখোঁজ রয়েছেন। 
মঙ্গলবার (৫ আগস্ট) সকালের দিকে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো ধরালি গ্রাম পানির তোড়ে ভেসে গেছে।

এই দুর্গম পার্বত্য অঞ্চলের ধরালি গ্রামটি গঙ্গোত্রী যাওয়ার পথে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মেঘভাঙার পর খীরগঙ্গা নদীর উজান থেকে নামা ভয়ংকর জলপ্রবাহ গ্রামজুড়ে ধেয়ে আসে, মুহূর্তেই ভেঙে ফেলে ঘরবাড়ি, হোটেল, দোকানপাট ও রাস্তা।

জেলা প্রশাসন জানায়, অনেক মানুষ এখনো নিখোঁজ। স্থানীয় বাসিন্দা রাজেশ পানওয়ার জানিয়েছেন, ১০ থেকে ১২ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে, আর ২০-২৫টি হোটেল ও হোমস্টে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, কাদাপানি ও পাথর গড়িয়ে গ্রামে ঢুকে পড়ছে, মানুষ আতঙ্কে ছোটাছুটি করছে। কারও কারও মুখে শোনা গেছে কান্না আর আর্তনাদ।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স (টুইটার)-এ লিখেছেন, ‘ধরালিতে মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর অত্যন্ত মর্মান্তিক। উদ্ধার ও ত্রাণে SDRF, NDRF ও প্রশাসন যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করছে। আমি সংশ্লিষ্ট সব কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি।’

এদিকে আশপাশের গ্রামগুলোতেও ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন সম্ভাব্য আরও বৃষ্টিপাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *