Google Alert – পার্বত্য অঞ্চল

এনডিটিভি

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হর্ষিল এলাকায় সেনাবাহিনীর একটি ক্যাম্পে পাহাড় থেকে নেমে আসা হড়কা বানের ধাক্কায় ৯ সেনা নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টা ৪৫ মিনিটে হর্ষিলের সেনা ক্যাম্পটি থেকে চার কিলোমিটার দূরে উত্তরকাশীর ধারালী গ্রাম এলাকায় মেঘভাঙা বৃষ্টির ঢল নেমে আসে। আচমকা পর্বত থেকে নেমে আসা হড়কা বানে ভেসে যায় বহু বাড়ি ও হোটেল।

উদ্ধার কাজ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই হড়কা বানে ভেসে যায় হার্ষিলের ওই সেনা ক্যাম্পটি। এতে ৯ সেনা নিখোঁজ হন। উদ্ধারকাজের বিষয়ে এক দফতারিক হালনাগাদে জানানো হয়েছে, সেনাবাহিনীর ক্যাম্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও বিচ্ছিন্ন হয়ে পড়লেও উদ্ধারকারী দলগুলো ‘দৃঢ় সঙ্কল্প’ নিয়ে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত মোট ১১ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ধারালী গ্রাম এলাকাটি গাঙ্গোত্রী হিমবাহের পথে প্রধান যাত্রাবিরতির স্থান। এখানে অনেক হোটেল, রেস্তোরাঁ ও বাসাবাড়ি রয়েছে যেগুলোতে পর্যটকরাদের থাকার ব্যবস্থা রয়েছে। স্থানীয়রা জানান, মেঘভাঙা বৃষ্টির ঘটনাটি ঘটেছে ক্ষীর গঙ্গা নদীর উজানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *