ভারতে প্রবেশের চেষ্টাকালে ৪ বাংলাদেশি নারী গ্রেপ্তার

RisingBD – Home


হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০২, ১৮ আগস্ট ২০২৫  


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকা দিয়ে চার বাংলাদেশি নারী অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সীমান্তরক্ষা বাহিনী বিজিবির টহল দলের হাতে গ্রেপ্তার হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) রাতে ২৫ বিজিবি ব্যাটালিয়নের ধর্মঘর কোম্পানি কমান্ডার সিদ্দিকুর রহমান এ তথ্য জানান। এর আগে সকালে উপজেলার মালঞ্চপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারেরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের মৃত আব্দুল হকের মেয়ে বিবি জহুরা (৩৯), মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়াইলিয়া গ্রামের মিহেনুল্লা ব্যাপারীর মেয়ে মিনারা আক্তার (২৬), নেত্রকোনার মদন উপজেলার মদন দক্ষিণপাড়ার গ্রামের শিকুল ইসলামের মেয়ে ঝর্ণা আক্তার (১৯) ও  কিশোরগঞ্জের নিকলী উপজেলার রসুলপুর গ্রামের শরীফ মিয়ার মেয়ে ফারজানা আক্তার শৈলী (২২)।

কোম্পানি কমান্ডার সিদ্দিকুর রহমান জানান, চার বাংলাদেশি নারী ভারতের কলকাতায় গৃহকর্মীর কাজের সন্ধানে মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের মানবপাচারকারী কামাল মিয়া (৪০) ও নিজনগর গ্রামের লিটন মিয়ার (৩৫) সহযোগিতায় ভারতে যাওয়ার চেষ্টা করেন। ধর্মঘর বিওপির টহল দলের কাছে তারা গ্রেপ্তার হয়। ৪ নারী জনপ্রতি দালালকে ১২ হাজার করে দিয়েছেন। 

কোম্পানি কমান্ডার সিদ্দিকুর রহমান জানান, চার নারীকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদর নামে মামলা দায়ের করা হয়েছে।  

 

ঢাকা/মামুন/বকুল

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *