Jamuna Television
ঝিনাইদহ করেসপনডেন্ট:
ঝিনাইদহের মহশেপুর সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলার বাঘাডাঙ্গা, কুমিল্লাপাড়া ও খোসালপুর বিওপিতে ৫৮ বিজিবির হাতে আটক হন তারা।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, সকাল সাড়ে ১০টায় বাঘাডাংগা গ্রামের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৩ পুরুষ এবং ৪ নারীকে আটক করা হয়। তারা সকলেই বাংলাদেশের নাগরিক এবং তাদের বাড়ী নড়াইল ও খুলনা জেলায়।
অপরদিকে, আজ দুপুর সাড়ে ১২টায় কুমিল্লাপাড়া বিওপির জিনজিরাপাড়া গ্রামের সীমান্তে ৬ জন পুরুষকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বাড়ী যশোর জেলায়।
এরপর, দুপুর ১টার সময় খোসালপুর বিওপির খোসালপুর গ্রামের মাঠের মধ্য হতে ৪ নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
/এএইচএম