প্রথম আলো
সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত নিয়ে আসিম মুনির বলেন, ‘ভারতের এই আগ্রাসন অঞ্চলকে বিপজ্জনক এক যুদ্ধের দোরগোড়ায় নিয়ে এসেছে, যেখানে যেকোনো ভুল দ্বিপক্ষীয় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।’ তিনি বলেন, ভারতের বৈষম্যমূলক ও দ্বিমুখী নীতির বিরুদ্ধে সফল কূটনৈতিক যুদ্ধে লড়েছে পাকিস্তান।
কাশ্মীর বিষয়ে পাকিস্তানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, ‘দখলকৃত কাশ্মীর ভারতের কোনো অভ্যন্তরীণ বিষয় নয়। বরং একটি অসমাপ্ত আন্তর্জাতিক এজেন্ডা।’ ‘দখলকৃত’ কাশ্মীর নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই প্রস্তাবগুলো পুরোপুরি সমর্থন করে পাকিস্তান।