Google Alert – সামরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল)-এ ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল পাকিস্তান লিজেন্ডস দলের। তবে, ভারতীয় দলের বেশ কয়েকজন সাবেক তারকা খেলোয়াড় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ম্যাচটি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।
এই টুর্নামেন্টে ভারতের সাবেক ক্রিকেটারদের দলে ছিলেন শিখর ধাওয়ান, যুবরাজ সিং, হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠানসহ আরও অনেকে।
রোববার (২০ জুলাই) সকালে ইংল্যান্ডের এজবাস্টনে পাকিস্তানের সাবেক তারকাদের বিপক্ষে তাদের খেলার কথা ছিল। কিন্তু ম্যাচের আগে ধাওয়ানসহ একাধিক ক্রিকেটার অংশগ্রহণ থেকে নিজেদের সরিয়ে নেন।
জানা গেছে, ভারতের সাবেক তারকাদের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা। চলতি বছরের এপ্রিলে কাশ্মিরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলার ঘটনায় দু’দেশ সামরিক টানাপোড়েনে জড়িয়ে পড়ে। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। তবে তার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে খেলার মাঠেও।
ভারতের হয়ে খেলার কথা থাকলেও অংশগ্রহণ না করার ঘোষণা দেন শিখর ধাওয়ান। এক্স (পূর্বের টুইটার)-এ একটি চিঠি প্রকাশ করে ধাওয়ান লিখেছেন, “বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে আমি পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলবো না—এই সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল। গত ১১ মে ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিষয়টি লিগ কর্তৃপক্ষকে অবহিত করা হয়। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের মধ্যে সম্পর্কের জটিলতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আয়োজকদের কাছে সহযোগিতা ও বোঝাপড়ার প্রত্যাশা করছি।”
ভারতের এমন অবস্থানের কারণে টুর্নামেন্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ম্যাচটি বাতিল করে। তবে পুরো টুর্নামেন্টে অন্য ম্যাচগুলো নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।