ভারত-পাকিস্তান সংঘাত: সামরিক অভিযান নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে নরেন্দ্র মোদী

Google Alert – সেনাপ্রধান

ছবির উৎস, SANSAD TV

ছবির ক্যাপশান, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে ভারতে রাজনৈতিক উত্তেজনা চলছে

ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিকতম উত্তেজনার রেশ কিছুটা প্রশমিত হলেও দুই পক্ষের পাল্টাপাল্টি দোষারোপ এখনো চলছে।

গত এপ্রিলে ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানের ‘সন্ত্রাসী ঘাঁটি’র বিরুদ্ধে অভিযান চালিয়েছিল ভারত। দুই প্রতিবেশী দেশের মধ্যে ওই উত্তেজনা মুহূর্তেই আন্তর্জাতিক স্তরের নজর কেড়েছিল।

তারপর কয়েক মাস কেটে গেলেও এই নিয়ে আলোচনা পুরোপুরি থামেনি–– তা সে আন্তর্জাতিক স্তরে হোক বা ভারতের ভেতরেই।

পাকিস্তানের বিরুদ্ধে চালানো ওই অভিযানের ‘সাফল্য’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকার বেশ সরব। প্রায় প্রতিটা জনসভাতেই প্রধানমন্ত্রী ও বিজেপি নেতৃত্বকে এই বিষয়ে বলতে শোনা গেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *