প্রথম আলো
ভারত যদি বাংলাদেশের সঙ্গে একটা ভারসাম্যমূলক সম্পর্ক চায়, তাহলে অবশ্যই শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। হাসিনাকে ফেরত দেওয়ার দাবির ওপর ভিত্তি করে ভারসাম্যমূলক সম্পর্কের সূচনা হতে হবে। তাঁকে রাষ্ট্রীয় প্রটোকলে ভারতে রেখে বাংলাদেশের জনগণের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সম্ভব নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘ফেলানী হত্যা থেকে ডামি নির্বাচন: কেড়ে নেওয়া স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় এসব বিষয় উঠে এসেছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফেলানী হত্যার ১৪ বছর ও ডামি নির্বাচন হিসেবে পরিচিতি পাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর–দিনহাটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী খাতুন। তার লাশ দীর্ঘ সময় ঝুলে ছিল কাঁটাতারের বেড়ায়।