Google Alert – বাংলাদেশ
ম্যাচের শুরুতেই মিলল গোলের দেখা। কিন্তু ছন্দ ধরে রাখতে পারল না বাংলাদেশ। বিরতির পর এলোমেলো ফুটবল খেললেন প্রীতি-মামনিরা। তাতে ভুটানের কাছে পয়েন্ট হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা দৌড়ে অনেক পিছিয়ে পড়ল বাংলাদেশ।
ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে শুক্রবার স্বাগতিকদের বিপক্ষে ফিরতি ম্যাচে ১-১ ড্র করেছে বাংলাদেশ। ভুটানকেই ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল মাহবুবুর রহমান লিটুর দল।
রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে হারের পর দুই দেখায় নেপালকে যথাক্রমে ২-০ ও ৪-১ গোলে হারায় বাংলাদেশ।
পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট হলো বাংলাদেশের। ফিরতি দেখায় আগামী রোববার ভারতের মুখোমুখি হবে মেয়েরা। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারত শুক্রবার সন্ধ্যায় নেপালকে হারাতে পারলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের।
শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভুটানের বিপক্ষে দ্বিতীয় জয়ের প্রয়োজন ছিল বাংলাদেশের। শুরুটাও হয় আশা জাগানিয়া। ষষ্ঠ মিনিটে গোলরক্ষকের ভুলে গোল হজম করে বসে ভুটান। ব্যাক পাস ক্লিয়ার করতে গিয়ে কেলজান ওয়াঙ্গমোর নেওয়া শটে বল গিয়ে পড়ে পুর্ণিমা মারমার পায়ে। একটু এগিয়ে নিখুঁত শটে গোলকিপারের মাথার ওপর দিয়ে জাল খুঁজে নেন তিনি। একটু পর সুরভী আকন্দ প্রীতির শট ঝাঁপিয়ে আটকান ওয়াঙ্গমো।
ষোড়শ মিনিটে পুর্ণিমার আড়াআড়ি ক্রসে প্রীতির প্লেসিং শট ক্রসবার কাঁপিয়ে ফিরে। একটু পর এই ফরোয়ার্ডের আরেকটি শট কাঁপায় বাইরের জাল।
২৭তম মিনিটে ব্যবধান বাড়তে পারত। ডান দিক থেকে মামনি চাকমার আড়াআড়ি ক্রসে দূরের পোস্টে ফাঁকায় থাকা পুর্ণিমা পা বাড়ালেও পাননি বলের নাগাল।
প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফিরে ভুটান। সতীর্থের লং পাস ধরে এক ছুটে বক্সে ঢুকে, গোলরক্ষকের পাশ দিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন চোরতেন জাংমো।
দ্বিতীয়ার্ধের শুরুতে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন মামনি চাকমা। কিন্তু দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে এসে তার শট আটকে দেন ভুটান গোলকিপার।
৮১তম মিনিটে পুর্ণিমাকে তুলে ফাতেমা আক্তারকে নামান কোচ মাহবুবুর রহমান লিটু। কিন্তু কেউই পারেননি প্রত্যাশার প্রতিদান দিতে।