Google Alert – পার্বত্য অঞ্চল
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে ‘দুর্নীতিমুক্ত ভূমি সেবা প্রদান’ ক্যাটাগরিতে লৌহজং উপজেলা ভূমি অফিসকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।
রোববার (২৯ জুন) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল ইমরানের হাতে এই পুরস্কার তুলে দেন।
এ সময় লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন উপস্থিত ছিলেন।
আজ সোমবার উপজেলা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে ইউএনও মো. নেছার উদ্দিন বলেন, এই স্বীকৃতি জেলার ভূমি সেবায় আধুনিকতা, দুর্নীতি ও দালালমুক্ত জনসেবামূলক কার্যক্রমে লৌহজং ভূমি অফিসের ধারাবাহিক অগ্রগতিরই প্রতিফলন। ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করেন।