ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে সিঙ্গাপুরে শুরু শাংরি-লা ডায়ালগ ২০২৫

Google Alert – আর্মি

এশিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলন শাংরি-লা ডায়ালগের ২২তম আসর সিঙ্গাপুরে শুরু হয়েছে। শুক্রবার (৩০ মে) থেকে শুরু হয়ে এ সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার সম্মেলনে ৪৭টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ৪০ জন মন্ত্রী পর্যায়ের ব্যক্তিত্ব, ২০ জন প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং ২০ জনেরও বেশি জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা ও গবেষক।

সম্মেলনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে—আঞ্চলিক সহযোগিতা, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এবং সাম্প্রতিক মার্কিন শুল্ক নীতির প্রভাব।

চীনের পিপলস লিবারেশন আর্মির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে।

শুক্রবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মূল বক্তৃতা দেন। তিনি বলেন, বৈশ্বিক শৃঙ্খলা রক্ষায় এশিয়া ও ইউরোপের অভিন্ন স্বার্থ রয়েছে।

শনিবার বক্তব্য দেবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমেরিকার ‘নতুন নিরাপত্তা কৌশল’ তুলে ধরবেন বলে জানানো হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের নীতিতে উদ্বিগ্ন অনেক এশীয় মিত্রদের আস্থা ফেরানো হেগসেথের জন্য কঠিন হবে।

শনিবার আরও বক্তব্য রাখবেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া ক্যালাস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আসিয়ানের সভাপতি হিসেবে মালয়েশিয়ার কৌশলগত নেতৃত্ব ইব্রাহিম তার বক্তব্যে তুলে ধরবেন বলে জানিয়েছে আয়োজক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *