ভোরের কাগজ এর আন্দোলনরত সাংবাদিক-কর্মচারীদের ওপর হামলা

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভোরের কাগজের আন্দোলনরত সাংবাদিক-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সাংবাদিক-কর্মচারীরা বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর লোকজন ওই হামলা চালিয়েছে। এতে ৮ সংবাদকর্মী আহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) অষ্টম ওয়েজবোর্ড অনুযায়ী বকেয়া বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পরিশোধ এবং চাকরিচ্যুতির প্রতিবাদে মালিকপক্ষের ব্যবসায়িক প্রতিষ্ঠান কাকরাইলের এইচআর ভবনে অবরোধ কর্মসূচি পালন করছিলেন ভোরের কাগজ এর সাংবাদিক-কর্মচারীরা। এসময় তাদের উপর হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- এস এম মিজান, রাজিবুল মানিক, নুর মুহাম্মদ স্বপন, তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম, নজরুল ইসলাম, নাজাত ও বেলাল হোসেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে, দাবি আদায়ে বুধবার দুপুর ২টায় কাকরাইল মোড়ে এইচআর ভবন অবরোধ করে তালা ঝুলিয়ে দেয় ভোরের কাগজের সংবাদকর্মীরা। এইচআর ভবনের মূল ফটকের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান করে নানা স্লোগান দিতে থাকে প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা।

GOVT

গত সোমবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ভোরের কাগজের সাংবাদিক-কর্মচারীরা জানিয়েছিলেন, ৫ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে তারা ভবনের নিচে অবস্থা করবেন।

বুধবার এইচআর ভবন অবরোধ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তসলিম ইসলাম অভি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, গণঅধিকার পরিষদের ছাত্রবিষয়ক সম্পাদক ওয়ালিউল্লাহ খান, গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. মো. মিজানুর রহমান।

অবরোধ কর্মসূচিতে উপস্থিত হয়ে বক্তৃতা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. আবু বকর, ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

উল্লেখ্য, ২০ জানুয়ারি একটি নোটিশ টানিয়ে ৩৩ বছরের পুরোনো সংবাদপত্র ভোরের কাগজ বন্ধ ঘোষণা করা হয়।

নোটিশে বলা হয়, ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইনের ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে; যা চলতি বছরের ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে।

পরদিন ২১ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভোরের কাগজের প্রধান প্রতিবেদক খোন্দকার কাওছার হোসেন দাবি মেনে নিতে মালিকপক্ষকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *