চ্যানেল আই অনলাইন
‘জুলাই পুণর্জাগরণ অনুষ্ঠানমালা–২০২৫’-এর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে একদিনের বিনামূল্যে চিকিৎসা সহায়তা ক্যাম্প।
সোমবার (২৮ জুলাই) ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৩০০ জন রোগীকে বিভিন্ন চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন তজুমদ্দিন নৌ-কমান্ডের লেফটেন্যান্ট আবিদুল ইসলাম এবং সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ফারহান আদিব (বিএন) এর নেতৃত্বে পাঁচ সদস্যের অভিজ্ঞ চিকিৎসক দল।
সাধারণ রোগ ছাড়াও হৃদরোগ, চর্মরোগ, শিশু স্বাস্থ্য ও ডায়াবেটিসের মতো বিশেষ রোগের চিকিৎসা প্রদান করা হয়। রোগী ব্যবস্থাপনায় সহায়তা করে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
চিকিৎসা নিতে আসা দেওয়ানপুর গ্রামের আনছল হক (৭২) বলেন, অনেক দিন ধরে হার্টের সমস্যায় ভুগছি। টাকার অভাবে ডাক্তার দেখানো সম্ভব হচ্ছিল না। এখানে ফ্রি চিকিৎসা পেয়ে অনেক উপকার হলো।
আড়ালিয়া গ্রামের মহিমা খাতুন (৬৫) বলেন, জ্বর-কাশি আর হাঁপানির সমস্যা নিয়ে এসেছিলাম। ডাক্তার খুব মনোযোগ দিয়ে দেখেছেন, ওষুধও দিয়েছেন। খুব ভালো লাগছে।
ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. শাহজান বলেন, এ ধরনের উদ্যোগ শুধু চিকিৎসা নয়, এটি মানুষের প্রতি নৌবাহিনীর মানবিক দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত।
নৌ কর্মকর্তা জানান, সামুদ্রিক জনপদের মানুষের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনী সবসময় আন্তরিক। ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ‘জুলাই পূণর্জাগরণ অনুষ্ঠানমালা’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী সারাদেশে বিভিন্ন জনসেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তজুমদ্দিনের এই আয়োজন তারই অংশ।