মধুখালীতে মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, আটক ২

Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তামিম তালুকদারকে অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে হত্যা করা হয়েছে। নিখোঁজ হওয়ার তিন দিন পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ঘাতক তুহিন শেখসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে শিশু তামিমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তামিম বড় গোপালদী গ্রামের সৌদি প্রবাসী শামিম তালুকদারের ছেলে। সে বড় গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

সোমবার রাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড়গাতি গ্রাম থেকে তুহিন শেখকে আটক করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মধুখালীর কোরকদী ইউনিয়নের বাঁশপুর গ্রামের একটি জমির আবর্জনার নিচ থেকে শিশু তামিমের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার জানায়, ১৫ আগস্ট বিকেলে তামিম খেলতে বেরিয়ে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। ওই রাতেই ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, তুহিন প্রায় এক বছর ধরে তামিমদের বাড়িতে গৃহপরিচারক হিসেবে কাজ করত। এই সুযোগে সে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে এবং শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তুহিন শেখকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় আরও একজনকে আটক করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *