মধ্যরাতে পঙ্গু হাসপাতালের সামনে আন্দোলনে আহতদের বিক্ষোভ

Bangla Tribune

মধ্যরাতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (নিটোর বা পঙ্গু হাসপাতাল) সামনে জুলাই আন্দোলনে আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে সড়ক অবরোধ করেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আগারগাঁও পঙ্গু হাসপাতাল এবং জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আহতরা। এতে সড়কের দুইপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।

‘যাদের জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। স্বৈরাচার মুক্ত স্বাধীন রাষ্ট্র হয়েছে। জনগণের সরকার হয়েছে। অথচ তাদেরকেই গত ছয়মাস ধরে অবহেলায় পাত্র বানিয়ে রাখা হয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না। এই সরকার আমাদের আগে মূল্যায়ন করা দরকার ছিল। তারাই যদি না করে তাহলে পরের সরকার কী করবে।’ কথাগুলো বলছিলেন ৫ আগস্ট সাভার-আশুলিয়ায় চোখ হারানো মিজানুর রহমান।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত দুইটার দিকে আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে কথা তার সঙ্গে। তিনি বলেন, একটি স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর আবার আমরা কেন দাবি-দাওয়ার জন্য আন্দোলন করবো। আমরা এই দেশের জন্য আন্দোলন করেছি। রাষ্ট্রের মানুষের জন্য আন্দোলন করেছি। অথচ আমাদেরকে কোনও মূল্যায়ন করছে না। এটাই কী হওয়ার কথা ছিল? এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনও মূল্যায়ন করা হচ্ছে না। স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আমাদের পুনর্বাসন করছে না। কোনও উপার্জনের ব্যবস্থাও করছে না।

মধ্যরাতে পঙ্গু হাসপাতালের সামনে আন্দোলনে আহতদের বিক্ষোভ তিনি আরও বলেন, আমরা গত ছয় মাস ধরে বিছানায় বসা। আমরা প্রত্যেকেই শরীরের কোনও না কোনও অঙ্গ হারিয়েছি। চাইলেই অন্য সবার মতো করে কাজ করতে পারতাছি না। আমাদের তো সংসার আছে, পরিবার আছে। তাদের দুইবেলা খাবারের ব্যবস্থা করতে হয়। গত ছয় মাস ধরে কর্মহীন আছি। এই ব্যাপারে সরকারের কোনও গুরুত্ব নাই। তারা আমাদের বোঝা মনে করছে।

সরেজমিনে দেখা যায়, পঙ্গু হাসপাতাল, নিউরো সায়েন্স হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান হাসপাতালসহ আশপাশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী আন্দোলনের শতাধিক আহতরা রাস্তায় নেমে অবরোধ করছে৷ তারা বিভিন্ন সাংবাদিক ও ব্যক্তিদের তাদের দুরবস্থার কথা বলছেন। তাদের কারও চোখ নেই, হাত নেই, পা নেই কিংবা কারও কারও শরীরের বিভিন্ন অঙ্গহানি হয়েছেন। অনেকে ক্রাচে ভর করে আন্দোলন করছেন। 

মধ্যরাতে পঙ্গু হাসপাতালের সামনে আন্দোলনে আহতদের বিক্ষোভ তারা সড়কে বসে এবং শুয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় দালালি না বিপ্লব, বিপ্লব বিপ্লব; দালালি না রাজপথ, রাজপথ রাজপথ; আস্থা নাই রে আস্থা নাই, দালালিতে আস্থা নাইসহ নানান স্লোগান শোনা যায় জুলাই-আগস্ট বিপ্লবে আহতের মুখে।

তারা জানান, গত তিন মাস আগেও জুলাই আন্দোলনে আহতরা পঙ্গু হাসপাতালের সামনে সকাল থেকে রাত পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। তখন মধ্যরাতে হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টাসহ চারজন উপদেষ্টা তাদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সরে যায়। পরে তাদের সঙ্গে একটি বৈঠকে পাঁচ কার্যদিবসের মধ্যে আহতদের স্বীকৃতি এবং পুনর্বাসন, চাকরির ব্যবস্থা, চিকিৎসা ও ভাতা ব্যবস্থার বাস্তবায়ন করার কথা ছিল। এরপর এতদিন তাদের কোনও একটি দাবিও সরকার পূরণ করেনি বলে আন্দোলনকারীরা দাবি করেন।

মধ্যরাতে পঙ্গু হাসপাতালের সামনে আন্দোলনে আহতদের বিক্ষোভ আহত আন্দোলনকারীদের দাবি, আমাদের জরুরি ভিত্তিতে তিনটা দাবি না মানা পর্যন্ত আমরা সড়কে থেকে যাবো। আমাদের জরুরি ভিত্তিতে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। প্রত্যেক আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং সুচিকিৎসার জন্য প্রয়োজন ভিত্তিতে বিদেশে পাঠাতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের এই তিন দাবি পূরণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক থেকে যাবেন না।

সরেজমিনে দেখা যায়, মধ্যরাতেও সড়কের দুই লেনে অবস্থান নিয়ে জুলাই-আগস্ট বিপ্লবে আহতরা বিক্ষোভ করছেন। এতে আগারগাঁওগামী ও আগারগাঁও থেকে শিশুমেলা মোড় পর্যন্ত লিঙ্ক রোডে যান চলাচল বন্ধ রয়েছে। এ সড়কে প্রতিটি গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

মধ্যরাতে পঙ্গু হাসপাতালের সামনে আন্দোলনে আহতদের বিক্ষোভ আহতরা বলছেন, আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানোর আন্দোলনের আহতরা টাকা-পয়সা কিছুই চাই না, শুধু সুচিকিৎসা, পুনর্বাসন চাই। শেখ হাসিনার পতনের পর যে সরকার আমাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি তাদের কাছে আমাদের আর কোনও আস্থা নাই। উপদেষ্টাদের প্রতিও আমাদের কোনো আস্থা নাই। যে কারণে আজকে আমরা রাস্তায় নেমেছি।

সড়ক অবরোধের বিষয়ে শের-ই-বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আজম বলেন, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ইটালি পাঠানোর দাবি জুলাইয়ে আহত কিছু আহতরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা পঙ্গু হাসপাতালে সামনে এবং চক্ষু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লোক আমাদের আছে। মধ্যরাতে পঙ্গু হাসপাতালের সামনে আন্দোলনে আহতদের বিক্ষোভ

. ছবি: আরমান ভূঁইয়া

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *