মনোহরগঞ্জে যুবদলের সভা ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, অস্ত্রের মহড়া

প্রথম আলো

কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের সাংগঠনিক সভাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন ও দেশি অস্ত্র নিয়ে মহড়া দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দলীয় সূত্রে জানা গেছে, মনোহরগঞ্জে বিএনপির রাজনীতি দুটি পক্ষে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এম আনোয়ারুল আজিম। অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। দীর্ঘদিন ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটি গঠন নিয়ে দুই পক্ষ পরস্পরবিরোধী অবস্থানে আছে। দলীয় নেতা-কর্মীরাও দুই ধারায় বিভক্ত। বর্তমানে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটিগুলোর বেশির ভাগই আবুল কালামের অনুসারীদের নিয়ন্ত্রণে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *