মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে: গণসংহতি

Bangla Tribune

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বসতঘরে দফায় দফায় হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দুই নেতা বলেন, ‘মবতন্ত্র কায়েমের এই ধারা দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। গঙ্গাচড়ায় মাইকিং করে হিন্দুপল্লীতে হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রমাণ করছে— মবতন্ত্রকে কঠোরভাবে দমনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার চরমভাবে উদাসীন ও ব্যর্থ। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে কোনোভাবেই এই ধরনের ঘটনা ঘটতে পারে না।’

‘কথিত ধর্ম অবমাননা কিংবা মহানবী (সা) এর অবমাননার ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কিন্তু তার অজুহাতে এ ধরনের তাণ্ডব মোটেই গ্রহণযোগ্য নয়।’

অবিলম্বে হামলা ভাঙচুরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান গণসংহতির দুই নেতা

তারা বলেন, ‘গঙ্গাচড়ায় আক্রমণের মাত্রা এতই নির্মম ছিল যে, পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতির পরেও এলাকাবাসী এখনও ভয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। অবিলম্বে সরকারের দায়িত্বশীল ব্যক্তিকে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করে তাদের ক্ষতিপূরণ প্রদান ও দোষীদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।’

                                                                

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *